নিজের অফিস ঘর থেকে উদ্ধার হল বাস মালিকের ঝুলন্ত মৃতদেহ।


ওয়েব ডেস্ক, bangabarta.in: - নিজের অফিস ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হল এক বাস মালিকের। বাঁকুড়ার খাতরা এলাকার খড়বন মোড়ের ঘটনায় হতবাক এলাকাবাসী।


 খাতরা বাজারের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বছর বাহান্নর স্বরূপ মণ্ডল সকালে নিজের কার্যালয়ে থাকাকালীন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারই বাস কর্মীরা। এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে খাতরা মহকুমা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক রা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আত্মহত্যা  নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোন রহস্য আছে তার তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে খাতরা থানার পুলিশ .