ঈদের নামাজ শেষে অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী।

ঈদের নামাজ শেষে অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী। 




নিজস্ব প্রতিনিধি, bangabarta.in : - ঈদের নামাজ শেষে অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনায়  আহত হলেন দুই বাইক আরোহী। বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়া জেলার বাগমুন্ডি থানা টাইগার মোড় এলাকায় বাগমুন্ডি বলরামপুর রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। 

জানা গেছে বৃহস্পতিবার  দুপুর বারোটা নাগাদ বোলেরো গাড়ির সঙ্গে বাইকটি দুর্ঘটনাগ্রস্ত হয়। আহত দুজনের নাম আসিফ আনসারি ও এসকে রাব্বানী। দুজনেরই বাড়ি বলরামপুর থানা এলাকার  রাসূলটি গ্রামে।  আহতদের প্রথমে বাঁশগড় হাসপাতালে আনা হয় । পরে উন্নত চিকিৎসার জন্য জামশেদপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ