ভর সন্ধ্যা বেলা ডেবরার ভগবানবসান এলাকার নতুনবাজারে জোড়া খুন । চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ভর সন্ধ্যা বেলা ডেবরার ভাগবানবসান এলাকার নতুনবাজারে জোড়া খুন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


নিজস্ব প্রতিনিধি,bangabarta.in: - ডেবরা থানার ভগবানবাসান এর নতুনবাজারে নিজের বাড়ীতে ভর সন্ধ্যেবেলা খুন হলেন এক দম্পতি।আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

ডা. এস আলাউদ্দিন নামের এক ব্যক্তি ও তার স্ত্রী দুজনকেই আততায়ীরা নিজের বাড়িতেই গলা কেটে খুন করে চম্পট দেয়। ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যা ছয়টা নাগাদ।জানা গেছে, আততায়ীরা বাইকে করে এসেছিল। কিন্তু খুনের পর বাইকটি ফেলে তারা চম্পট দেয়।

 ডা. এস আলাউদ্দীন (৫৭) নিজের বাড়িতেই কোয়াক ডাক্তার হিসেবে চিকিৎসা করতেন। কিন্তু কী কারনে  ওই ব্যক্তি তার স্ত্রী(৫০)সহ খুন হলেন তার তদন্ত করছে ডেবরা থানার পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ