মেদিনীপুর আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুরু হল সৌন্দর্যায়নের কাজ।

মেদিনীপুর আসছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুরু হল সৌন্দর্যায়নের কাজ।

নিজস্ব প্রতিনিধি, bangabarta.in:- ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মেদিনীপুর আসছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মেদিনীপুর শহরে শুরু হল সৌন্দর্যায়নের কাজ। মেদিনীপুর এর কেরানীতলা থেকে জজ কোর্ট পর্যন্ত্য রাস্তার সম্প্রসারণ ও সৌন্দর্যায়ন এর কাজ শুরু হয়েছে । এই কাজে  এক কোটি সাতাশ লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন মুখ্যমন্ত্রী।

শনিবার মেদিনীপুরে পৌরপ্রধান সৌমেন খান বলেন , "বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের সৌন্দর্যায়নের জন্য কেরানিতলা চক থেকে জজ কোর্ট কেরানিতলা চক থেকে এলআইসি মোড় কেরানীিতলা চক থেকে ফ্লাইওভার রাস্তা সম্প্রসারণ আর বিউটিফিকেশন করার জন্য প্রথম ধাপে ১ কোটি ২৭ লক্ষ টাকা দিয়েছিলেন সেই কাজ শুরু হয়েছে।"

সেই সঙ্গে তিনি আরো ধন্যবাদ জানিয়েছেন ফুটপাত ব্যবসায়ীদের যারা 6ফুট করে জায়গা ছেড়ে দিয়েছেন। রাস্তার দু'ধারে পাম গাছ ও লাগানো হবে বলে জানিয়েছেন পৌরপ্রধান সৌমেন খান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ