শিয়ালদহ - ডায়মন্ড হারবার লোকালে গড়াগড়ি খাচ্ছে মদের বোতল ।
ওয়েবডেস্ক,bangabarta.in:- সিটের নীচে, দু সিটের ফাঁকে গড়াগড়ি খাচ্ছে মদের বোতল। এই দৃশ্য কোনো রেস্তোরাঁ বা ধাবার নয়। এ দৃশ্যের দেখা মিলল খোদ শিয়ালদহ - ডায়মন্ড হারবার লোকালের কামরায়। এই শিয়ালদহ - ডায়মন্ড হারবার লোকাল ট্রেনের কামরায় এই অপসংস্কৃতি ও দৃশ্যদূষণ দেখে ট্রেন কামরার মধ্যে থাকা যাত্রীরা চরম বিরক্তি প্রকাশ করেন এবং স্বভাবতই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছেন ভারতীয় রেল কে। তাহলে কী ঠিকমতো তদারকিও করা হয়না ।
আরো প্রশ্ন উঠছে যেখানে মদ জাতীয় যেকোনো জিনিস নিয়ে ওঠাই বারণ সেখানে রীতিমত হাফ ডজন খালি মদের বোতল এর দেখা মিলল খোদ রেল কামরায় ।
0 মন্তব্যসমূহ