জেনকাপুর থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে আদালতে পেশ করলো দাঁতন থানার পুলিশ।
ওয়েবডেস্ক,bangabarta.in :- পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার জেনকাপুর থেকে নিখোঁজ এক নাবালিকা কে কুরুল বাজার থেকে উদ্ধার করে দাঁতন কোর্টে পেশ করলো দাঁতন থানার পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য গত ২০২২ সালের জুন মাসের প্রথম সপ্তাহে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায় জেনকাপুর এলাকা থেকে। এরপর দাঁতন থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে ওই নাবালিকার পরিবার।
এরপর দীর্ঘ তল্লাশির পর গত কাল ২৮ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার কুরুল বাজার এলাকা থেকে উদ্ধার করা হয় ওই নাবালিকা কে। এরপর দুপুর ২ টো নাগাদ দাঁতন কোর্টে ওই নাবালিকাকে পেশ করে দাঁতন থানার পুলিশ।
0 মন্তব্যসমূহ