গাছে ঝুলন্ত অবস্থায় ব্যক্তির দেহ উদ্ধার ভাতারে।
প্রতিনিধি ,ভাতার,পূর্ব বর্ধমান : রবিবার পূর্ব বর্ধমানের ভাতারের পালার গ্রামে একটি গাছে ঝুলে আত্মহত্যা করে বলে অভিযোগ অমিত বেসরা নামে এক ২৭ বছর বয়সী ব্যক্তি। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি পূর্ব বর্ধমানের ভারুইডাঙ্গার বাসিন্দা।
একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় গ্রামবাসীরা জানান, তারা কাজের জন্য ধানক্ষেতে যাওয়ার পথে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মৃতকে দেখতে পান। এরপর তারা ভাতার থানার অফিসারদের খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
0 মন্তব্যসমূহ