ছাত্রীদের বিষ খাওয়ানোর ঘটনা ঘটল ইরানে

ছাত্রীদের বিষ খাওয়ানোর ঘটনা ঘটল  ইরানে। 

প্রতীকী চিত্র 



ওয়েবডেস্কbangabarta.in : - স্কুলের ছাত্রীদের বিষ খাওয়ানোর ঘটনা ঘটেছে ইরানে। ইতিমধ্যে বহু ছাত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ।
 ক্ষমতায় এসে আফগান মেয়েদের শিক্ষার উপর ফতোয়া জারি করেছিল তালিবান প্ৰশাসন। এবার মেয়েদের শিক্ষা থেকে দূরে রাখতে আরও বিভীষিকা ময়  ঘটনা ঘটলো ইরানে। মেয়েদের পড়াশোনা বন্ধ করার জন্য কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। 
রাজধানী তেহরানের দক্ষিণে কওম শহরে ছাত্রীদের বিষ খাওয়ানোর এই ঘটনাটি ঘটেছে। ছাত্রীদের  বিষ খাওয়ানো হয়েছে বলে খবর।  ঘটনার কথা স্বীকার করে ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী বলেন "কওম এর  স্কুলগুলিতে বহু ছাত্রীর শরীরে বিষক্রিয়ার খবর পাওয়া গেছে।জানা যাচ্ছে যে, কেউ কেউ  ইচ্ছাকৃতভাবেই এই কাজ করেছে। হয়তো যারা এটা করেছে তারা চায় সমস্ত স্কুল বিশেষত মেয়েদের স্কুল বন্ধ হয়ে যাক।"  
তবে ছাত্রীদের বিষ খাওয়ার ঘটনায়  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং শিক্ষা দপ্তর তদন্ত করে দেখছে  যে কিভাবে ছাত্রীদের শরীরে বিষ ঢুকলো। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ