পেট্রোলে ভেজাল ও পরিমাণে কম দেওয়ার অভিযোগ, অন্যান্য গরমিল ,ঝাড়গ্রাম ও মেদিনীপুরের একাধিক পেট্রোল পাম্প সিল করলো ক্রেতা সুরক্ষা দপ্তর।

পেট্রোলে ভেজাল ও পরিমাণে কম দেওয়ার অভিযোগ, অন্যান্য গরমিল ,ঝাড়গ্রাম ও মেদিনীপুরের একাধিক পেট্রোল পাম্প সিল করলো ক্রেতা সুরক্ষা দপ্তর।

ওয়েব ডেস্ক bangabarta.in: পেট্রলে ভেজাল ও পরিমাণে কম দেওয়ার অভিযোগ আসছিল অনেকদিন থেকেই । সূত্র মারফত খবর পেয়ে বুধবার বিকেলে ক্রেতা সুরক্ষা দপ্তর মেদিনীপুর ও ঝাড়গ্রামের একাধিক পেট্রোল পাম্পে অভিযান চালায় ।
ক্রেতা সুরক্ষা দপ্তর এর আধিকারিক দের সঙ্গে ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো । বিভিন্ন বিষয়ের গরমিল থাকায় সিল করে দেওয়া হয় একাধিক পাম্প । 
ঝাড়গ্রামের পর মেদিনীপুর জেলাতেও অভিযান চালান তারা। গুড়গুড়ি পাল এলাকার চামড়ার একটি পাম্প  এবং বুধবার সন্ধ্যায় শহরের বটতলা এলাকার একটি পাম্পে ও গরমিল দেখেন আধিকারিকরা। এরপর ওই পাম্পটিও সিল করে দেওয়া হয়। প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে ওই সমস্ত পেট্রোল পাম্প গুলির বিরুদ্ধে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ