পুজোর আগেই নিম্নচাপ রাজ্যে , বঙ্গোপসাগরে নিম্নচাপ।

পুজোর আগেই নিম্নচাপ রাজ্যে , বঙ্গোপসাগরে  নিম্নচাপ। 



ওয়েব ডেক্স bangabarta.in :-  পূ র্বাভাস আগে থেকে ছিল।  সেই অনুযায়ী ঘূর্ণবাত তৈরি হলো বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপের পরিণত হতে চলেছে কাল বিকেলের মধ্যে। এটি দক্ষিণ পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আড়াআড়িভাবে অবস্থান করেছে। এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকুলবর্তী  এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে কাল বিকেল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূজায় বৃষ্টি হবে কিনা তা এখনো বলা যায়নি, তবে এই সপ্তাহে পূজোর প্রস্তুতি এবং কেনাকাটায় প্রচুর অসুবিধা হবে। 
আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং এর সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বিকেল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং শনিবার ভারী-বৃষ্টির সম্ভাবনা। গতকাল তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রী বেশি ছিল. সেই অনুযায়ী আজকেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৯ শতাংশ।  তাই আজকেও সেই তাপমাত্রার জন্য আজ অস্বস্তি  থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ