ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে , মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা।
![]() |
প্রতীকী চিত্র |
গভীর নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। এই নিম্নচাপ আজ স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জানা গিয়েছে উত্তর বঙ্গোপসাগর উত্তল হবে এবং উপকূলের কাছে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। এর জন্য আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের মাছ ধরতে বঙ্গোপসাগরে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে।
আবহাওয়া দপ্তর পর্যটকদের সতর্ক থাকার জন্য বলেছে। পূর্ব মেদিনীপুর ,দক্ষিণ ২৪ পরগনা সমস্ত সমুদ্র উপকূলের তীরবর্তী কাজকর্ম বন্ধ রাখতে বলেছে। আবহাওয়া দপ্তর মঙ্গলার পর্যন্ত সাগর সৈকত, মন্দারমনি এবং দিঘাতে পর্যটকদের সমুদ্রে স্নান নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছে।
0 মন্তব্যসমূহ