সন্তানকে বাঁচাতে ,বাঘের সাথে খালি হাতে লড়াই মায়ের। কি হলো শেষ পর্যন্ত ?
যদিও ভারতে এটা নতুন কিছু নয় বনাঞ্চলের পাশাপাশি বসবাসকারী মানুষের উপর জীবজন্তুর হামলা নতুন নয়। গ্রামবাসীরা বলেন শুধু বাঘ নয়, হাতি আরো অনেক প্রাণী তাদের গ্রামে ঢুকে এবং নিয়মিত ফসল নষ্ট করে যায়। খবর সূত্রে জানা যায়, শিশুটির মাথার মধ্যে দাঁত বসিয়ে বাঘটি শিশুটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে. তখন শিশুটিকে বাঁচানোর জন্য তার মা বাঘের সাথে লড়াই করে. গ্রামের বাসিন্দারা তার চিৎকার শুনে আর লাঠি নিয়ে ছুটে আছেন এবং বাঘটিকে তাড়াতে সক্ষম হয়। জানা যায় শিশুটির মায়ের ফুসফুসে ব্যাহত হচ্ছে। তার শরীরে প্রচুর ক্ষত হয়েছে। মাথায় আঘাত পেয়েছে শিশুটি। চিকিৎসক জানান, মা গুরুতর আঘাত পেয়েছেন তবে শিশুটির আঘাত ততটা গুরুতর নয়। মিষ্টি রোহেলা জব্বলপুরের সিভিল সার্জন জানান, শিশু ও তার মায়ের আইসিইউতে চিকিৎসা চলছে।
বাঘটি ইতিমধ্যে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তাই ভারতের বন বিভাগের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, তাদের তাদের এখন সব থেকে বড় কাজ ওই বাঘটিকে খুঁজে বের করে ধরা. এক সরকারি কর্মকর্তা বলেন ,বাঘ যে সংরক্ষিত এলাকায় থাকে সেখান থেকে যেন না পালাতে পারে। তাও নিশ্চিত করতে ব্যবস্থা নেয়া হচ্ছে।
0 মন্তব্যসমূহ