গুলিবদ্ধ হয়ে ছয় শিশুর মৃত্যু , হঠাৎ স্কুলের ওপর সেনা কেন গুলি চালালো

গুলিবদ্ধ হয়ে ছয় শিশুর  মৃত্যু , হঠাৎ স্কুলের ওপর সেনা কেন গুলি চালালো ?



ওয়েব ডেস্ক bangabarta.in :- মায়ানমারের একটি স্কুলে স্কুল পড়ুয়া ৬ জনের মৃত্যু ঘটেছে এবং আহত হয়েছে ১৭ জন শিশু। সে স্কুলে গুলি চালালো ওই দেশেরই মিলিটারি। কিন্তু মায়ানমারের মেলেটারি নিজের দেশে স্কুলে কেন গুলি চালালো ? মায়ানমারের মিলিটারি জানান, বিদ্রোহীরা ওই স্কুল ভবনটিকে ব্যবহার করে হামলার নানা ছক কষেছিল। তাদের দমন করার জন্য এই আক্রমণ। কিন্তু মায়ানমারে কি ঘটেছে ?  মায়ানমারের সেনা এ গ্রামীন স্কুলের উপর হেলিকপ্টার থেকে গুলি চালায়। খবর মিলেছে ঘটনায় কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছে আরো ১৭ জন। এই ঘটনায় উত্তেজনা  ছড়িয়ে পড়ে এলাকায়। মায়ানমারের সামরিক বাহিনী দেশের নির্বাচিত সরকারকে উৎখাত করে গত বছরের শুরুর দিকে।  এরপর থেকে একাধিক হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে মায়ানমারে। মায়ানমার সেনাবাহিনী সেই সন্ত্রাসবাদীর দমন অভিযানের অংশ হিসেবে স্কুলে গুলি চালালো। আর শিশুদের প্রাণ গেল তাদের গুলিতে।
মায়ানমারের সাগাই অঞ্চলের লেট ইয়েট কোন গ্রামে অবস্থিত বৌদ্ধ মঠে স্কুলটি বসত। মিলিটারির কাছে খবর ছিল যে, বিদ্রোহীরা ওই স্কুলে আস্তানা গেড়েছে। আরো জানা যায় যে বিদ্রোহীরা মায়ানমানের সেনার ওপর আক্রমণের ছক করছিল। যাতে তারা আক্রমণের আগেই তাদের শেষ করে দিতে পারে সেই জন্য তারা গুলি চালায় ওই স্কুলটির উপর। স্কুল বাড়িতে রক্তের দাগ দেখা গিয়েছে এবং বুলেটের গর্তেও দেখা গেছে। সেখানকার স্থানীয়রা জানান এই ঘটনার পর স্কুল থেকে ১১ কিলোমিটার দূরে ওই শিশুদের মৃতদেহগুলি নিয়ে গিয়ে কবর দেওয়া হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ