পূর্ব মেদিনীপুর প্রশাসনের 'রাস্তা সাফ' উদ্যোগ। রাস্তার ধারের স্তূপীকৃত বালি , গুটি ফেলা হল খালে।
ওয়েব ডেস্ক bangabarta.in :
পূর্ব মেদিনীপুরের ডিমারি এলাকায় দেখা গেল পুলিশের 'দাবাং' রূপ। আমরা আপনারা রাস্তায় চলার সময় প্রায় ই লক্ষ্য করি বালি গুটি ও অন্যান্য সামগ্রী যেগুলো নির্মাণ কাজে ব্যবহৃত হয় সেগুলি স্তুপকৃত অবস্থায় রাস্তার ধারে জড়ো করা থাকে। আর এর জেরেই ঘটে দুর্ঘটনা পথ চলতি মানুষদের।
এবার পূর্ব মেদিনীপুরের ডিমারি এলাকায় রাস্তার ধারে স্তূপীকৃত অবস্থায় যে নির্মাণ সামগ্রী গুলি ছিল সেগুলি ' সাফ 'করার উদ্যোগী হল পূর্ব মেদিনীপুর পুলিশ প্রশাসন। রাস্তার ধার থেকে স্তূপীকৃত গুটি বালি বুলডোজার দিয়ে রাস্তার পাশের খালে ফেলে দেয়া হয়। ভবিষ্যতে এ ধরনের 'রাস্তা সাফ' উদ্যোগ আরও হবে বলে আশা করা যায়।
0 মন্তব্যসমূহ