পুরুলিয়ার বাঘমুন্ডিতে ভরা বাজারে গুলিবিদ্ধ কৃষক।এলাকায় চাঞ্চল্য।
ওয়েব ডেস্ক bangabarta.in :
সবজি নিয়ে বাজারে বিক্রি করতে যাওয়ার পথে গুলিবিদ্ধ হলেন এক কৃষক।ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার সেরাংডি এলাকায়।
শনিবার সকালে বছর ৫৭-র কৃষ্ণ কুমার নামের ওই ব্যক্তি কে একদল দুস্কৃতী ঘিরে ধরে রাস্তার পাশ থেকে গুলি চালায় বলে অভিযোগ। বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। গুলি লক্ষ্যভ্রস্ট হয়ে তার বাঁ কাঁধ ছুঁয়ে বেরিয়ে যায়। সুইসা নেতাজি মার্কেটে সবজি বিক্রি করতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সুইসা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত বেক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। প্রাথমিক তদন্তে জানা গেছে ,জমি সংক্রান্ত বিবাদ নিয়ে এই হামলা। আহত ব্যক্তি নিজেই পুলিশকে এই তথ্য , দুষ্কৃতীদের কাউকেই তিনি চেনেননা বলে দাবি করেছেন।
পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
0 মন্তব্যসমূহ