নিখিল নুসরতের বিয়ে নিয়ে বড় রায় আদালতের নিজস্ব প্রতিবেদন :- দীর্ঘ টালবাহানার পর অবশেষে রায় মিলল নুসরত নিখিল বিবাহ মামলার। তুরস্কে ঘটা করে বিবাহের পর নুসরত আলাদা হয়ে যাওয়ার বেশ কিছুদিন পর সম্পর্কে ইতি টানতে চেয়ে কোর্টের দারস্থ হয়েছিলেন নিখিল জৈন। আলিপুর সিভিল কোর্ট বুধবার তাঁদের বিয়ে খারিজ করে দিল। আলাদা হয়ে যাবার পর নুসরত জানিয়েছিলেন যেহেতু ভারতে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন হয়নি এবং তুরস্কের বিয়ে এখানে গ্রাহ্য নয়, অতএব এই বিয়ে এখানে বৈধ নয় বলেই দাবি করেন নুসরত। তাই নিখিলের সঙ্গে ডিভোর্সের কোনও প্রশ্নই ওঠে না। এই বিবৃতির পরই কোর্টের…
Copyright 2025 bangabarta All Right Reserved
Social Plugin